তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫
আপডেটঃ 1:37 am | March 14, 2016

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৭৫ জন। আহতদের অনেকের অবস্থাই গুরুতর।
রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪১ মিনিট) আঙ্কারার কিজিলায় জেলার গুভেন পার্ক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
আঙ্কারার গুভেন পার্ক এলাকাটির আশেপাশে বেশ কয়েকটি বাসস্টপ রয়েছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। দমকল বাহিনীর কয়েকটি গাড়ি ও অনেকগুলো অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানানো হয়েছে খবরে।
ঊর্ধ্বতন এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের ঘটনাটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।