সুন্দরবন রক্ষার দাবিতে ২১ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল
আপডেটঃ 1:41 pm | March 16, 2016

আলোকিত ময়মনসিংহ : সুন্দরবন রক্ষার দাবিতে আগামী ২১ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়েছে সর্বজন বিপ্লবী দল।
বুধবার (১৬ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে আহ্বায়ক প্রকৌশলী ইনামুল হক দলের পক্ষে এ আহ্বান জানান।
এসময় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, সুন্দরবনকে ১৮৭৫ সালে ‘সংরক্ষিত বন’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরিবেশ রক্ষায় ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ পুরস্কার পাওয়া প্রধানমন্ত্রীর হাতে সুন্দরবন ধ্বংস হবে এটা মানা যায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিক চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ লিয়াকত আলী, হাজী মো. শহীদ, তুষার রেহমান প্রমুখ।