আপডেটঃ 8:36 pm | March 16, 2016
স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ভালুকার ভরাডোবা অংশের নির্মাণ কাজ পরিদর্শন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চার লেন প্রকল্পের ভালুকার ভরাডোবা অংশের নির্মাণ কাজ পরিদর্শন শেষে ১১টায় ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বুধবার মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।