আপডেটঃ 3:55 am | March 18, 2016
নেত্রকোনা প্রতিনিধি ঃ সর্বাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় ও রোগীদের স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গতকাল থেকে নেত্রকোনা জেলা শহরের জয়নগরস্থ শাহ্ সুলতান রোডে শুরু হয়েছে ইউনিক ডিজিটাল ল্যাবঃ এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম। বুধবার রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে পিতা কেটে ইউনিক ডিজিটাল ল্যাবঃ এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম মুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। ইউনিক ডিজিটাল ল্যাবঃ এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী এম এম সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, সঠিক রোগ নির্ণয়ে ব্যর্থতা ও চিকিৎসকদের অতি মুনাফা লাভের কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর জনগনের আস্তা ক্রমশঃ কমে যাচ্ছে। তিনি চিকিৎসা ব্যবস্থার উপর জনগনের আস্তা অর্জনে চিকিৎসক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোকে আরো সততা ও আন্তরিকতার সহিত কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সিভিল সার্জন ডাঃ বিজন কান্তি সরকারসহ বিভিন্ন শ্রেণীপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।