আপডেটঃ 7:24 pm | March 20, 2016
ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনানী বিশ্বাস।
রোববার দুপুরে সিসি ক্যামেরার উদ্বোধন এর সময় ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল কাদের মিয়া, উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের নির্দেশে ফুলবাড়ীয়া থানায় নিরাপত্তা বেস্টনি শক্তিশালী করতে সিসি ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা বসানো হয়েছে।