বাবার কবরের পাশে সমাহিত হলেন দিতি
আপডেটঃ 7:17 pm | March 21, 2016

আজ সোমবার দুপুর পৌনে দুইটার পর উপজেলার দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে দত্তরপাড়ার নিজ বাড়ির সামনে মসজিদের মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
সকালে দিতির মরদেহ এফডিসিতে নেয়া হয়। সেখানে তার চলচ্চিত্র সহকর্মী, সাংবাদিক ও ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে তার মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়।
গতকাল রোববার বিকাল চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।