আপডেটঃ 10:56 pm | March 24, 2016
মো: মেরাজ উদ্দিন বাপ্পি : ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে ময়মনসিংহ রেঞ্জের প্রথম পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে জেলা পুলিশের ফেব্রুয়ারী-২০১৬ মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনের কনফারেন্স রুমে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঈনুল হক অপরাধ মামলার রহস্য উদঘাটন, দ্রুত আসামী গ্রেফতার, মালামাল উদ্ধারে বিশেষ ভুমিকা ও বিশেষ অভিযানে অবদান রাখায় এবং ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্ফ মো: কামরুল ইসলামকে প্রশংসাপত্র প্রদান করা হয়।
এসময় অন্যানদের মধ্যে জনাব ইমারত হোসেন গাজী অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, এসআই মফিজুল ইসলাম জেলা গোয়েন্দা শাখাকে প্রশংসাপত্র প্রদান করা হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।