আপডেটঃ 1:50 am | March 28, 2016
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ১ হাজার ১৭৩ জন এইচএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ চত্বরে পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
কলেজ প্রিন্সিপাল এ.কে.এম.আব্দুর রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. জাকির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন- জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, কলেজ গভর্নিং বডির সদস্য মনিরা সুলতানা মনি, প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এনায়েতুর রহমান। এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।