আপডেটঃ 8:45 pm | March 28, 2016
ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের ১ম বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
সোমবার (২৮মার্চ) সকাল সাড়ে ১১টায় পরিদর্শনকালে তিনি উপজেলায় কর্মরত সকল অফিসারদের সাথে মত বিনিময় করেন। পরে তিনি সদরের কে. আই ফাজিল মাদ্রাসা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। মাদ্রাসা পরিদর্শনকালে ছাত্রদের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।
এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, ইউএনও বনানী বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার, ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ, পৌর মেয়র গোলাম কিবরিয়া। এর আগে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও বনানী বিশ্বাস।