বিকেল ৫টায় শেষ করতে হবে নববর্ষের অনুষ্ঠান
আপডেটঃ 2:39 pm | April 03, 2016

আলোকিত ময়মনসিংহ : বিকেল ৫টার পর পয়লা বৈশাখের অনুষ্ঠান চলবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিকেল ৫টার পর রাজধানীসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।’
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখ উৎযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
কামাল বলেন, ‘পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসাধারণকে থাকতে দেয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদেশের সব বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে।’