‘পরিবহনে ভাড়া কমবে’ সেতুমন্ত্রী
আপডেটঃ 3:16 pm | April 07, 2016

আলোকিত ময়মনসিংহ : জ্বালানি তেলের মূল্য ১ টাকা কমলে পরিবহনের ভাড়া ১ পয়সা করে কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাজধানীর বিআরটিএ’র সদর দফতরে মিরপুর, ইকুরিয়া ও উত্তরা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী তেলের দাম কমার আভাস দিয়েছেন। পরিবহনের ভাড়া বাড়ানোর উদাহরণ থাকলেও কমার উদাহরণ নেই।
তিনি বলেন, যদি তেলের দাম এক টাকা কমে, তাহলে ভাড়াও এক পয়সা কমবে। তেলের দাম যতো টাকা কমবে ভাড়া ততো পয়সা কমবে। এটা বিআরটিএ’র নিয়ম।