ফুলবাড়ীয়ায় ইউপি নির্বাচনে আচরণ বিধি লংঘন করে মনোনয়ন পত্র জমাদান
আপডেটঃ 5:48 pm | April 07, 2016

আবুল কালাম ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ফুলবাড়ীয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের ঘটনা অহরহ ঘটছে। সরকারী দল আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএনপি স্বতন্ত্র প্রার্থীরাসহ সদস্যরাও আচরণ বিধি লংঘন করে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আচরণ বিধি লংঘনের ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবহস্থা গ্রহন করেননি।
ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। নির্বাচনের শুরুর তারিখ থেকেই এ উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের ঘটনা অহরহ ঘটছে। চেয়ারম্যান প্রার্থীরা মোটর সাইকেল রিকশা ভ্যান শোভাযাত্রা মিছিল শ্লোগান নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আওয়ামীলীগের ৩ হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী দেওখোলালার তাজুল ইসলাম বাবলু, বালিয়ানের এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল ও আছিম পাটুলী ইউনিয়নের এস এম সাইফুজ্জামান মিছিল শ্লোগান দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা পরিষদের ভিতরে মিছিল শ্লোগানের ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা গ্রহন করেনি স্থানীয় প্রশাসন।
এ উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার শারমিন সুলতানার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।