নান্দাইলে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা
আপডেটঃ 8:18 pm | April 07, 2016

নান্দাইল প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইলে গতকাল বৃহসপতিবার (৭ এপ্রিল) নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে চন্ডীপাশা ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থক কে পৃথক পৃথক ভাবে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, চন্ডীপাশা ইউনিয়ানের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী পাখা প্রতীকের কর্মী – সমর্থক এমদাদুল হক, পাবেল মিয়া ও মেম্বার প্রার্থী ফুটবল প্রতীকের কর্মী সমর্থক আল-আমিন কে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে পৃথক পৃথক ভাবে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন নান্দাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন।