ময়মনসিংহের ব্যান্ড দলগুলো মাতিয়েছে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কনসার্ট দিয়ে
আপডেটঃ 9:38 pm | April 14, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পি :
দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আয়োজনে “এসো মাতি বৈশাখী কনসার্টে” ময়মনসিংহের ব্যান্ড দলগুলো মাতিয়েছে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কনসার্ট দিয়ে।
সম্প্রতি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হয়। কনসার্টে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের হাজার হাজার শিার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মো: রকিবুল ইসলাম রকিব কনসার্টটির উদ্বোধন করেন।
বাংলা নতুন বছরের পথচলা শুরু হয়েছে পূর্বেও আকাশে সূর্য উদয়ের সাথে সাথে। বাঙ্গালীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মেতে ওঠেছে পহেলা বৈশাখ উদযাপনে আজ সারাদিন। বাংলা নববর্ষ উদযাপনে নানা আয়োজনে মুখরিত ময়মনসিনংহ।
দীর্ঘ ৮ বছর পর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অপেন কনর্সার্টের আয়োজন করায় উৎসব মুখোর পরিবেশে উপোভোগ করেন বৈশাখী উৎসবের কনসার্ট।
পহেলা বৈশাখে ময়মনসিংহের ব্যান্ড দলগুলো ও শিল্পীরা মাতিয়েছে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কনসার্ট দিয়ে। খোলা মাঠে বিকেলের মধ্যেই সরকারী নিষেধাজ্ঞায় থাকলেও কনসার্ট চলছে বিকেল ৬টা পর্যন্ত।
এসো মাতি বৈশাখী কনসাট শুরু করে ‘প্রচীর’ ব্যান্ড গান দিয়ে এবং এরপর একে একে স্টেজ মাতিয়ে তোলে ব্যান্ড শিল্পীরা। তরুণদের নিয়ে কাজ করার কাজে নিয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা এই আয়োজনটির সহযোগিতায় কাজ করেছে।
ছবি:- নাহিন মিথিলা