চুরি হওয়া মালামালসহ ময়মনসিংহে চোর গ্রেফতার
আপডেটঃ 8:35 pm | April 16, 2016

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ শহরে ২নং সাহেব আলী রোড নতুন বাজার সংলগ্ন মুস্তফার মনিহারি দোকান থেকে ঘরের চাল কেটে চুরি হওয়া মালামালসহ রাব্বি (২৫) নামে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে দুই নম্বর পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) ফারুক হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ও ফোর্স সহ শহরের নওমহল নন্দিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্বার করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাজার এলাকার খান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকানের টিনের চাল কেটে প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় শুক্রবার দোকান মালিক মানিক মিয়া কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
জানাযায়, কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ২নং ফাড়ির ইনচার্জ ফারুকের কাছে দায়িত্ব অর্পন করেন।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর রাব্বিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দোকানের চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।