বৃহত্তর গ্যাস ট্রানজিটে যাচ্ছে ভারত-বাংলাদেশ
আপডেটঃ 2:45 pm | April 18, 2016

আলোকিত ময়মনসিংহ : বাংলাদেশের সঙ্গে বৃহত্তর গ্যাস ট্রানজিটে যাচ্ছে ভারত। এতে ভারতে উৎপাদিত এলএনজি গ্যাস পাবে বাংলাদেশ এবং বাংলাদেশে উৎপাদিত এলপি গ্যাস যাবে ভারতে।
সোমবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এ বিষয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রী ভবেন্দ্র প্রধান।
স্মারক স্বাক্ষরের পর প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের উড়িষ্যায় ধামরা বন্দরে একটা এনএনজি গ্যাস ক্ষেত্র হচ্ছে। সেখানে উৎপাদিত গ্যাস ভারত থেকে খুলনা, রংপুর হয়ে ফের পশ্চিমবঙ্গে ট্রানজিট দেয়ার পরিকল্পনা করছি।’
তিনি আরো জানান, সেই সঙ্গে চট্টগ্রামেও ভারতের সঙ্গে যৌথভাবে একটি এলপি গ্যাস কারখানা করা হবে। বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ইন্ডিয়ান কোয়েল করপোরেশন (আইওসিএল) যৌথভাবে তদারকি করবে। এখান থেকে উৎপাদিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতের ‘সেভেন সিস্টারস’ খ্যাত রাজ্যগুলোতে যাবে। বাংলাদেশেও সংযোগ দেয়া হবে।