খারিজাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে খালেদার রিভিশন
আপডেটঃ 7:18 pm | April 18, 2016

আলোকিত ময়মনসিংহ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশীদকে নতুন করে জেরা চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদন বিচারিক আদালতে খারিজের বিরুদ্ধে রিভিশন চাওয়া হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে এ আবেদন জমা দেন তার আইনজীবী রাগিব রউফ চৌধুরী।
গতকাল (রোববার) এ মামলার তদন্ত কর্মকতা হারুন-অর-রশীদকে (৩২ নম্বর সাক্ষী) পুনরায় সাক্ষ্য গ্রহণ ও নতুন করে জেরা করার দুই আবেদন খারিজ করে দেন বিচারিক আদালত।
পরে আইনজীবী নওয়াদ জমির পেশ করার জন্য আবেদনটি কোর্টে নিয়ে যান। বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আবেদনটি আগামীকাল (মঙ্গলবার) উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট আইনজীবীকে পরামর্শ দেন।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মামলায় বেগম জিয়া প্রধান আসামি।