জুটিবদ্ধ রিয়াজ-প্রভা
আপডেটঃ 8:28 pm | April 18, 2016

জনপ্রিয় চিত্রনায়ক ও হালের ব্যস্ত টিভি অভিনেতা রিয়াজ এবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী প্রভার সাথে। রাইসুল তমালের রচনায় ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’ নামের একটি নাটকে তারা অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান সবুজ।