আরো তিনজনের নাম বলেছেন শফিক রেহমান
আপডেটঃ 12:55 pm | April 24, 2016

আলোকিত ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টায় জড়িত আরো তিনজনের নাম বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান (৮১)।
রোববার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, শফিক রেহমান জিজ্ঞাসাবাদে আরো তিনজনের নাম বলেছেন। তারা সবাই বাংলাদেশি।
তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের নাম প্রকাশ করবো।’
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমান। এ মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও রিমান্ডে চায় গোয়েন্দা পুলিশ।