পাণ্ডে, শর্মার বিনিময়ে মুস্তাফিজকে দেয়ার আবদার!
আপডেটঃ 1:55 pm | April 24, 2016

এই আবদারটি নিছক এক সমর্থকদের মনের চাওয়া হলেও এতে ফুটে উঠছে মুস্তাফিজের গ্রহণযোগ্যতা। নিজের অজান্তে হয়তো ওই ভক্ত বলে ফেললেন, হার্দিক পাণ্ডে+ইশান্ত শর্মা=মুস্তাফিজ!
মুস্তাফিজ আলোচনায় এসেছেন অভিষেকের দিন থেকেই। আইপিএল খেলতে যেয়ে সেই আলোচনাটা অন্য মাত্রা পেয়েছে।
গতকাল চার ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আইপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে কৃপণ বোলিং। এর আগে একবার রজত ভাটিয়া ১০ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন।
গতকাল রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে মুস্তাফিজের সানরাইজার্স। পাঁচ ম্যাচে হায়দ্রাবাদের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঞ্জাবের এটি চতুর্থ হার।