মুস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স সত্যিকার অর্থেই ছিল রাজকীয়
আপডেটঃ 2:05 pm | April 24, 2016

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শনিবার রাতে মুস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স সত্যিকার অর্থেই ছিল রাজকীয়। আর অবিশ্বাস্য ‘৪-১-৯-২’ বোলিং ফিগার দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের এই বাংলাদেশি বাঁ-হাতি পেসার অনন্য এক রেকর্ডের মালিক হয়ে গেছেন।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ষষ্ঠ ওভারে আক্রমণে আসা মুস্তাফিজের প্রথম নয়টি বলই ছিল ডট। সাথে একটি উইকেট। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে আর কোন বোলারই টানা নয়টি ডট দিয়ে একটা উইকেট পেতে পারেননি।
এদিনমুস্তাফিজের২৪বলের১৭ টিইছিলডট। এটা বিস্ময়কর হলেও আইপিএলের রেকর্ড থেকে দু’টি ডেলিভারি দূরে ছিলেন মুস্তাফিজ।
বিভাগ:
খেলা
ক্রিকেট
টপিক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)
মুস্তাফিজুর রহমান
ঘটনার স্থান:
ভারত
হায়দ্রাবাদ
প্রতিষ্ঠান:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)