ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলনে তৃষ্ণা নিবারণের জন্য মেয়র টিটু’র ব্যতিক্রমী উদ্যোগ
আপডেটঃ 3:14 am | April 30, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পি, বার্তা সম্পাদক আলোকিত ময়মনসিংহ:
দীর্ঘ ১২ বছর পর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মেলন আজ ৩০ এপ্রিল শনিবার। আর এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সেই সঙ্গে বেড়েছে সাংগঠনিক কার্যক্রম।
আর নিজেদের অবস্থান জানান দিতে শুক্রবার জেলা ও মহানগর আওয়ামী লীগে পদ প্রত্যাশী নেতারা ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় শীর্ষ নেতাদের দৃষ্টি কাড়তে চলছে নেতাদেও ব্যাপক শোডাউনের প্রস্তুতি।
তীব্র তাপদাহের সময় অনুষ্ঠিত এ সম্মেলনে ময়মনসিংহ পৌরসভার মেয়র তরুন আওয়ামীলীগ নেতা মো: ইকরামুল হক টিটু সম্মেলনে আগত দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের তৃষ্ণা মিটানোর জন্য খাওয়ার পানির ব্যবস্থা করেছেন।
শুক্রবার থেকে সম্মেলনস্থলের কাছে আবুল মনসুর সড়কের পাশে প্রায় অর্ধ শতাধিক ট্যাপকল বসানোর কাজ শুরু হয়েছে। এ ট্যাপকল থেকে পানি পান করার জন্য রয়েছে কয়েক হাজার ওয়ান টাইম গ্লাস।
তীব্র তাপদাহে তৃষ্ণা নিবারণের জন্য মেয়র টিটু’র এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ জাগিয়েছে।