বেগম খালেদা জিয়ার নামে চার্জশীট দাখিলের প্রতিবাদে ময়মনসিংহ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আপডেটঃ 4:00 pm | May 14, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জন বিএনপি নেতার নামে নাশকতা মামলায় অভিযোগপত্র দেয়ার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা ছাত্রদল।
শনিবার সকালে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে শহরের ফুলবাড়ীয়া বাসটেন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে জিলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে ফের বাসটেন্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় মতিউর রহমান, তোফায়েল মাহামুদ রতন, হুমায়ুন কবির নয়ন, লামিম হাসান টুটুল, মুহিম উদ্দিন তালুকদার, কাওসার আহম্মেদ, রাসেল আহম্মেদ, এনায়েত কবির রিপন সহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়াসহ বিএনপির সব নেতাকর্মীর নামে ‘মিথ্যা মামলা’ ও অভিযোগপত্র বাতিলের দাবি জানান।