ময়মনসিংহে অটোরিকশা চালক ফরহাদকে জবাই করে হত্যা
আপডেটঃ 9:43 pm | May 15, 2016

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে ফরহাদ (২৫) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে শহরের আকুয়া ভাঙ্গাপুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে ফরহাদকে জবাই করে হত্যা করে আকুয়া ভাঙ্গাপুল এলাকায় মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।