মুক্তাগাছা ইউপি নির্বচনে প্রার্থীদের সাথে আচরণ বিধি অবহিত করণ মত বিনিময়
আপডেটঃ 7:21 pm | May 21, 2016

মুক্তাগাছা প্রতিনিধি ঃ
মুক্তাগাছায় ৫ম ধাপে আসন্ন ইউপি নির্বাচনের আচরণ বিধি অবহিত করণ উপল্েয ভোট গ্রহন কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শনিবার বিকেল ৩টায় নন্দীবাড়ীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিয়াউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাহমিনা নাসরিন।
এতে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান, মেম্বার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোট গ্রহন কর্মকর্তারা উপন্থিত ছিলেন। এসময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ল্েয সকলের প্রতি আহবান জানান এবং নির্বাচনের আচরণ মেনে চলার নির্দেশ করেন।