বহিস্কার
আপডেটঃ 9:49 pm | May 22, 2016

দৈনিক আলোকিত ময়মনসিংহ ও আলোকিত ময়মনসিংহ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ এতদ্বারা নিম্মোক্ত সাংবাদিককে অত্র প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান্ন করেছে। (নাহিন মিথিলা)র অদক্ষতা, প্রতিষ্ঠানের ভাবমূর্তি খর্বকরা সহ পেশাগত অসততার দায়ে নাহিন মিথিলা‘কে বহিস্কার করা হলো।
সাংবাদিকতার ভাবমূর্তি সংরক্ষনে অপসাংবাদিকতার বিপাকে অবস্থান নিতে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। অতপর উপরোক্তর সাথে দৈনিক আলোকিত ময়মনসিংহ ও আলোকিত ময়মনসিংহ টোয়েন্টিফোর ডটকম সম্পৃক্ততা নাই এবং কাউকে তার সাথে উক্ত পত্রিকার সংবাদ বা কোন বিষয় নিয়ে কোন রকম যোগাযোগ না করার জন্য আহবান জানাচ্ছি। করলে তবে দায়িত্ব কর্তৃপক্ষ বহন করবে না।
কর্তৃপক্ষ, সম্পাদক
দৈনিক আলোকিত ময়মনসিংহ,
আলোকিত ময়মনসিংহ টোয়েন্টিফোর ডটকম