“সুসাহিত্যিক শেখ আব্দুল জলিল স্মরণ সভা”
আপডেটঃ 2:49 am | June 04, 2016

হাসিবুর রহমান তুষার
০৩জুন শুক্রবার বিকাল ৪টায় ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ এর আয়োজনে ভাষা সৈনিক এডভোকেট এম,এ মতিন স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয় বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, কবি, ও রাজনীতিবিদ শেখ আব্দুল জলিল স্মরণ সভা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে কবি মেহেদী ইকবাল। এছাড়াও আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার সরকার জসীম , কবি ও কথাসাহিত্যিক আবু সাইদ কামাল, কবি ড. মোঃ জসিম উদ্দিন শেখ, কবি নাজমা মমতাজ, ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি কাঙাল শাহীন। অনুষ্ঠানে আলোচকদের বিভিন্ন আলোচনায় শেখ আব্দুল জলিলের নানা বিয়ষ উঠে আসে। অবশেষে উপস্থিতিদের মধ্য থেকে স্মরণ কবিতা পাঠ করেন কবি মেহেদী ইকবাল কবি আবু সাইদ কামাল ছড়াকার সরকার জসীম কবি নাজমা মমতাজ কবি কাঙাল শাহীন কবি সফিউল্লাহ আনসারী কবি আহমদ শাহাবুদ্দিন কবি জাফর ছাদেক কবি জহির খান কবি বিলকিছ আক্তার কবি সাদাফ আমিন কবি জুলহাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক কবি জাফর ছাদেক ময়মনসিহ বিভাগীয় সাহিত্য পরিষদের সাপ্তাহিক বৈঠক “চতুরঙে” সবাইকে আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের অসমাপ্তি ঘোষনা করেন।