৪৩ ইথিওপীয় সেনাকে হত্যার দাবি আলশাবাবের
আপডেটঃ 10:12 pm | June 09, 2016

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার আফ্রিকান ইউনিয়ন মিশনে হামলা চালিয়ে সেখানে কর্মরত ৪৩ ইথিওপীয় সেনাকে হত্যার দাবি করেছে জঙ্গি সংগঠন আল-শাবাব।
বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ৩০০ কিলোমিটার উত্তরে হিরান রাজ্যের হালগান শহরে ওই হামলা হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
সোমালিয়ার হালগান শহরের স্থানীয় বাসিন্দারা বলেছেন, তারা প্রচণ্ড একটি বিস্ফোরণের শব্দের পর ব্যাপক গুলি বিনিময়ের শব্দ শুনেছেন। এইউ মিশন (অ্যামিসম) এই হামলার কথা নিশ্চিত করেছে।
আল শাবাবের বিরুদ্ধে যুদ্ধে সোমালিয়াকে সমর্থন দিয়ে আসছে এইউ মিশন (অ্যামিসম)। সামাজিক মাধ্যম টুইটারে অ্যামিসম জানিয়েছে, সোমালি সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে তাদের সেনারা হামলাকারীদের প্রতিহত করেছে।
আফ্রিকার ৫টি দেশের সেনাদের নিয়ে গঠিত এই মিশনটিতে ২২ হাজার সেনা রয়েছে। তারমধ্যে ইথিওপিয়ার আধিপত্যই বেশি। এই প্রথম সোমালিয়ায় অ্যামিসমের একটি ঘাঁটি আক্রান্ত হল।