তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপি বিক্ষোভ
আপডেটঃ 8:32 pm | July 23, 2016

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দণি জেলা বিএনপি। শনিবার বিকেলে নগরীর দক্ষিন জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কায়কোবাদ মামুন, রতন আকন্দ, শেখ আজিজ, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, শ্রমিক দল সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল আলম শামীম, তাতীঁদলের সাধারন সম্পাদক জামাল আহম্মেদ, যুবনেতা বাদল, সোহেল পাঠান, ছাত্রনেতা জিএস মাহাবুব প্রমূখ।