তারেক রহমানের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বিক্ষোভ
আপডেটঃ 8:52 pm | July 23, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী: তারেক রহমান কে দেশে ফেরত এনে তার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো: রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে প্রবল বর্ষনের মাঝেও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নগরীর টাউনহল শহীদ মিনার চত্তর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গাঙ্গীনার পার এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো: রকিবুল ইসলাম রকিব বলেন, অবিলম্বে দন্ড প্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।