সবুজ-শ্যামল বাংলাকে ফিরিয়ে আনতে বেশি করে গাছ লাগাতে হবে : মেয়র টিটু
আপডেটঃ 1:14 am | August 18, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী:
বেশিকরে গাছ রোপন করুন-সবুজ বিশ্ব গড়ে তুলুন এই শ্লেগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু।
বুধবার বিকেলে সদও উপজেলা নার্সারী মালিক সমিতির আয়োজনে নগরীর ব্রম্মপুত্র নদঘেষা জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন রাস্তায় বৃরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়।
এসময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, প্যানেল মেয়র ২ নজরুল ইসলাম, সংকর সাহাসহ নার্সারী মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একটি বনজ বৃরোপন করেন কর্মসুচির উদ্বোধন করেন সমিতির প থেকে কয়েক শতাধিক বৃ রোপন করা হয়।
এসময় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতিকে ভালোবাসা আমাদের দায়িত্ব। তিনি বলেন, মানুষের অধিকতর সুরা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রা করতে হবে। সবুজ-শ্যামল বাংলাকে ফিরিয়ে আনতে বেশি করে গাছ লাগাতে হবে।
ছবি: রেড মিল্লাত