মেলান্দহের ক্ষুদে লেখিকা বৃষ্টি’র সুরাঙ্গনার মোড়ক উন্মেচন ও সংবর্ধনা
আপডেটঃ 1:33 am | August 18, 2016

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহের ক্ষুদে লেখিকা সাদিয়া তাবাস্সুম বৃষ্টিকে সংবর্ধনা দেয়া হয়। বৃষ্টির দ্বিতীয় বই ‘মুক্তির সুরাঙ্গনা‘র মোড়ক উন্মেচন উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।
১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুদমার আর্টস অডিটোরিয়ামে ঢাবির উপাচার্য ড.আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও মোড়ক উন্মোচন করেন। প্রকাশনী সংস্থা ছায়ানীড় আয়োজিত বঙ্গবন্ধু স্মারক প্রামাণ্যচিত্র প্রদর্শনী প্রকাশনা ও সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন-ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি লায়ন মো. নজরুল ইসলাম।
বশেষ অতিথির বক্তব্য রাখেন-ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. শহীদুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রি.জি.মো. আব্দুস ছবুর মিয়া, ঢাকাস্থ টাঙ্গাইল সমিতির সাধারণ সম্পাদক মনছুরুল আলম হীরা, তেজগাও কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রমুখ।
বিশ্ববিখ্যাত ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্বা রফিকুল ইসলাম, ভাষাসৈনিক শাহ বজলুর রহমান জুলকার নাইন, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ হামিদা আলী, ধানমন্ডি গভ. বয়েজ স্কুলের প্রধান শিক্ষক ইনছান আলী, রাজউকের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মিয়া, উদয়ন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজ হোসেন, আলহাজ আ: সবুর বীর বিক্রম, কর্ণেল অন্ত করসহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
মেলান্দহ উপজেলার বালুআটা মির্জা পরিবারে বৃষ্টির জন্ম। তার পিতা ডা. মির্জা তাইফুর রহমান, মাতা-সাজেদা বেগম প্রাইমারী শিক্ষিকা। সে সদ্য জেলা গভ.গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করার পর সরকারি আশেক মাহমুদ কলেজে বিজ্ঞান শাখায় অধ্যয়ন করছে। দৈনিক ইত্তেফাকের কঁচিকাচার আসর, শিশু একাডেমীর সদস্য এবং সৈকত সাহিত্য সংসদের মহিলা-শিশু-কিশোর বিষয়ক সম্পাদক। দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, পল্লীকণ্ঠ প্রতিদিন, জামালপুর দিনকাল, এফএনএস,এবিনিউজ, বাংলাপোস্ট, শ্যামল বাংলাসহ বহু পত্রিকায় বৃষ্টির লেখা ছাপা হয়। ৫ম শ্রেণিতে অধ্যয়নকালে তার প্রথম বই বৃষ্টির ছড়া সাড়া জাগায়। বৃষ্টির পিতা এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের একজন সক্রিয় কর্মী এবং মানবতাবাদি চিকিৎসক হিসেবে ডা. তাইফুর রহমান মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন। মা-বাবার একমাত্র কন্যা বৃষ্টি বড় হতে সকলের দোয়া চায়।