স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের র্যালীতে পুলিশী বাধাঁ
আপডেটঃ 12:17 am | August 20, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলে স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দনি জেলা শাখার উদ্যোগে পৃথক দুটি স্থানে পাল্টাপাল্টি র্যালীতে বাধাঁ দিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর ফায়ার সার্ভিস রোডস্থ দণি জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেনের বাসার সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে দণি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু।
এ সময় পুলিশ বাধাঁ দিলে মোশাররফ হোসেনের বাসা সংলগ্ন স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলীয় নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা একেএম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোজাম্মেল হক টুটু, রিয়াজুল কবীর মামুন, আলমগীর, স্বেচ্ছাসেবক দল নেতা রবি, শফিকুল ইসলাম, শফিক হোসেন, ফরহাদ হোসেন, নূরুজ্জামান চাঁন, সেলিম মিয়া, কামাল হোসেন প্রমূখ।
এর কিছুন পরেই নগরীর হরি কিশোর রায় রোডস্থ দনি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দণি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দণি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কোষাধ্য রতন আকন্দ।
সংপ্তি সমাবেশ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের নেতৃত্বে বর্নাঢ্য র্যালী বের করে সংগঠন। এ সময় পুলিশ বেরিকেট দিয়ে দলীয় কার্যালয়ের সামনেই র্যালীটি আটকে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, আমিনুল ইসলাম আনিছ, রিয়াজ মিল্কী, মাহবুব আলম শামীম, রাশেদ, মুক্তি, হেলাল মড়ল,উজ্জল, দীপু, হযরত, মোমা, রাশেদ, ইকবাল প্রমূখ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াসহ দলের সকল নেতাকর্মীর উপর দায়েরকৃত রাজনৈতিক হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকার আহবান জানান।