নারী পর্যটকদের স্কার্ট না পরার পরামর্শ ভারতীয় মন্ত্রীর
আপডেটঃ 1:31 am | August 30, 2016

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফরের সময় নারী পর্যটকদের স্কার্ট পরিধান না করার পরামর্শ দিয়েছেন দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা। রোববার সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ পরামর্শ দেন।
মহেশ শর্মা বলেন, পর্যটকরা যখন ভারতে আসেন তখন বিমানবন্দরে তাদের একটি শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। এতে ভারত সফরের সময় কী করা যাবে, কী করা যাবে না সে কথার উল্লেখ থাকে। ওই কার্ডে বলা হয়েছে, তারা (নারী পর্যটকরা) কোনো ছোট শহরে ভ্রমণের সময় রাতের বেলা যেন একাকী ঘোরাঘুরি না করেন। এছাড়া তারা যেন স্কার্টের মতো কোনো জামা পরিধান না করেন। তিনি বলেন, ‘ ট্যাক্সিতে করে ভ্রমণের সময় ওই ট্যাক্সির নম্বর প্লেটের ছবি তুলে সেটি বন্ধুদের কাছে পোস্ট করারও পরামর্শ দিচ্ছি আমরা, যাতে নাম্বারটি সংগ্রহে থাকে এবং সবার জানা থাকে।’
মহেশ শর্মার এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অবশ্য এর আগেও তিনি বহু বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ভারতের দুর্দশার জন্য সবসময় পশ্চিমাকরণকে দায়ী করেন। গত বছর তিনি বলেছিলেন, ‘রাতে মেয়েদের বাইরে যাওয়া ভারতীয় সংস্কৃতির অংশ নয়।’