ফেসবুককে ব্যবহারকারীদের তথ্য দেবে হোয়াটসঅ্যাপ
আপডেটঃ 2:05 am | August 30, 2016

আইটি : ফেসবুকের সাথে তথ্য বিনিময়ের ব্যাপারে নতুন গোপনীয়তা বিষয়ক নীতিমালা বা প্রাইভেসি পলিসি ঘোষণা করেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সেবা মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত ২৫ আগস্ট এক ব্লগ পোষ্টের মাধ্যমে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পোষ্টে বলা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইল নাম্বার এবং সদ্য লেখা পোষ্টগুলো ফেসবুককে দেয়া হবে। খবরটি শুনে ব্যবহারকারীরা যাতে উদ্বীগ্ন না হয় সেজন্য এটাও স্পষ্ট করা হয় যে, এর বাইরে আর কোন তথ্য ফেসবুক বা তৃতীয় কোন প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করবেনা তারা।
এ সিদ্ধান্তকে ঘিরে ধারণা করা হচ্ছে, ফেসবুকের সাথে বিনিময় করা তথ্যগুলো ব্যবহার করা হবে যথারীতি বিজ্ঞাপনের কাজে। যদিও হোয়াটসঅ্যাপ তা সরাসরি স্বীকার না করে জানিয়েছে, তারা আসলে এই তথ্যগুলো ব্যবহার করে গ্রাহক সেবার মান সর্ম্পকে অবহিত হতে চায়। পাশাপাশি যুদ্ধ করতে চায় হোয়াটসঅ্যাপে আসা স্প্যামের বিরুদ্ধে। এদিকে হোয়াটসঅ্যাপের এমন ঘোষণার পর যুক্তরাজ্যের ডাটা প্রাইভেসি রেগুলেটরী প্রতিষ্ঠান নজরদারির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের তথ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করে।