সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
আপডেটঃ 5:37 pm | September 05, 2016

স্টাফ রিপোর্টার: আদালত অবমাননার দায়ে সুপ্রিমকোর্টে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীর অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেছে বিএনপি।
সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
তিনি বলেন, তারা কেবল দলের মন্ত্রী নন, তারা দেশের মন্ত্রী। তারা একটি দেশের প্রতিনিধিত্ব করছেন। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মুহুর্তে তাদের পদত্যাগ করা উচিত। এতে করে তাদের মর্যাদাহানী হবে না। বরং স্বপদে বহাল থাকলে দেশ, সরকার সর্বোপরি আদালতের মর্যাদা ক্ষুন্ন হবে।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।