‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
আপডেটঃ 3:26 pm | September 07, 2016

ডেস্ক প্রতিবেদন : যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নতুন আইন করার কথা চিন্তা করছে সরকার। ইতোমধ্যে যেসব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের সম্পত্তির বিষয়ে নতুন করে কোনও রায় দেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে বিদ্যমান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (আইসিটি) ১৯৭৩ সংশোধনের চেয়ে নতুন আইন করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, ‘যাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে ট্রাইব্যুনাল কোনও রায় দিয়েছে বলে আমার জানা নেই। তাই মুসলিম আইন অনুসারে মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হন ওয়ারিশরা। কাজেই এই সম্পত্তির ভবিষ্যৎ কী হবে, তা নতুন আইন না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের রায় বিচারকরা দেবেন কিনা, তা আদালতের বিষয়। তবে আমাদের কর্তব্য হবে এমন একটি আইন করে দেওয়া, যাতে তারা এসব বিষয়ে সুনির্দিষ্ট রায় দিতে পারেন।’