ময়মনসিংহে ভারতীয় মদসহ ব্যাবসায়ী গ্রেপ্তার
আপডেটঃ 7:07 pm | September 18, 2016

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নেত্রকোণার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এসময় মো. শাহিদ মিয়া নামে একজনকে আটক করা হয়।
রবিবার ভোরে ৫টার দিকে অভিযান পরিচালিত হয়। মিনকিফান্দা গ্রামের বাসিন্দা গ্রেপ্তার মো. শাহিদ মিয়া।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মো. ফজলুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার গভীর রাতে গোপন খবরে এই থানা এলাকার ফান্দা বাজারের একটি মার্কেটের সামনে কিছুলোক ভারতীয় মদ ক্রয় বিক্রি করছে বলে খবর পাই। পরে এপিবিএন টিম অভিযান চালিয়ে মো. শাহিদ মিয়াকে আটক করে।
পরে গ্রেপ্তারের দেখানো মতে, ফান্দা বাজারের পাশে ঝোপের আড়ালে চটের বস্তা থেকে অফিসার চয়েজ ব্র্যান্ডের ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।