অল্পের জন্য রক্ষা পেলেন বিবার
আপডেটঃ 1:39 am | September 27, 2016

বিনোদন: অল্পের জন্য রক্ষা পেয়েছেন পপতারকা জাস্টিন বিবার। নাইট ক্লাবে ভিড়ের মধ্যে এক ব্যক্তির সঙ্গে তার হাতাহাতি হয়। এক পর্যায়ে তার মাথায় কাঁচের বোতল ভাঙতে চেয়েছিলেন ওই ব্যক্তি। জানা গেছে, সম্প্রতি জার্মানের মিউনিখের একটি নৈশ ক্লাবে বন্ধুদের সঙ্গে সময় দিতে গিয়েছিলেন বিবার। সেখানে ঢোকার পরই প্রজন্মের এই হার্টথ্রব গায়কের ওপর নজর দেন হামলাকারী। বিভিন্ন ভিডিওর ভিত্তিতে জানা গেছে, বিবার ভিড় ঠেলে এক বান্ধবী ও কয়েকজন ছেলে বন্ধুকে নিয়ে বেরি যাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে তার ওপর জনৈক ব্যক্তি হামলা করে বসেন। প্রথমে বিবারকে ধাক্কা দেন। তারপরও গলা চেপে ধরার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিবার তাকে প্রতিহত করতে এগিয়ে গেলে ক্লাবে আসা অন্যদের হস্তক্ষেপে দুজন আলাদ হয়ে যান। এরপর কিছুক্ষণের মধ্যে ক্লাব ত্যাগ করেন এই সংগীত তারকা। তবে বিষয়টি নিয়ে বিবার কোনো বিবৃতি দেননি। এমনকি ক্লাব কতৃপক্ষও গণমাধ্যমে কথা বলেননি। এদিকে একটি সূত্র লন্ডন ভিত্তিক একটি সংবাদমাধ্যমকে জানায়, বিবারের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল ওই ব্যক্তির। আর সে কারণেই তার ওপর এ ধরণের হামলা করা হয়।