ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে ১ কিশোরের মৃত্যু
আপডেটঃ 5:04 pm | October 02, 2016

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে জয় (১৬) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে উপজেলার আঠারবাড়ী জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে জয় মারা যায়। নিহত জয় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিলেও অকৃতকার্য হয়েছে।
সে গলকুন্ডা এলাকায় নানা সুন্দর আলীর বাড়িতে থাকতো। জয়ের বাবা দেলোয়ার হোসেন গাজীপুরের টঙ্গীর আদাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খন্দকার আল মামুন।