ক্রিস্টোফার লাসকা গ্রামীণফোন বোর্ডের নতুন চেয়ারম্যান
আপডেটঃ 10:11 pm | October 03, 2016

অর্থনীতি: ক্রিস্টোফার লাসকা গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর বোর্ডের ১৭০তম সভায় এই সিদ্ধান্ত হয় বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিগভে ব্রেক্কের (যিনি গত বছরের অগাস্টে টেলিনর গ্রুপের সিইও হয়েছেন) পরিবর্তে লাসকা গ্রামীণফোন বোর্ডের পরিচালক নিযুক্ত হলেন।
লাসকা বর্তমানে টেলিনরের এশিয়া অঞ্চলের বোর্ড গভর্নেন্স এন্ড পার্টনারশিপ রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে কর্মরত। তিনি ২০০০ সালে টেলিনরে যোগ দেন এবং এশিয়া ও ইওরোপে এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
২০১৬ আগস্টে টেলিনর এর এশিয়া কার্যালয়ে যোগদানের আগে তিনি ২০১১ থেকে টেলিনর হাঙ্গেরির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নরওয়ের নাগরিক ক্রিস্টোফার লাসকা যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সেন্টার থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রি এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অফ মার্কেটিং থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।