জঙ্গিরা কখনোই জান্নাতে নয়, বরং তারা জাহান্নামে যাবে: নৌমন্ত্রী
আপডেটঃ 4:05 pm | October 08, 2016

স্টাফ রিপোর্টার: জঙ্গিরা মনে করেন মানুষ হত্যা করলে তারা নাকি জান্নাতে যাবে। জঙ্গিরা কখনোই জান্নাতে নয়, বরং তারা জাহান্নামে যাবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার সকালে মাদারীপুর কুলপদ্বী শশ্মানঘাট দুর্গা মন্দির পরির্দশন গিয়ে প্রধান অতিথির বক্তব্যের নৌমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেবী দুর্গা যেভাবে অসুরকে বধ করেছেন তেমনি জঙ্গিদের ধরে ধরে বধ করে তাদের কার্যকলাপ ধ্বংস করা হবে’।
নৌমন্ত্রী আরও বলেন, ‘কে বলে জঙ্গিরা ধর্মের, কে বলে তারা ইসলামের। যারা রজমান মাসে মানুষ হত্যা করতে পারে তারা কখনই মুসলমান হতে পারে না’।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রাণতোষ মন্ডল।