১৮ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন
আপডেটঃ 4:10 pm | October 08, 2016

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে ছাত্রীদের উপর হামলার ঘটনা ও নির্যাতনের প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
মানববন্ধনে এসব হামলায় আহত-নিহতদের জন্য দোয়া করা হবে। এ ছাড়া ২০ অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।