সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনে ময়মনসিংহে শোভাযাত্রা
আপডেটঃ 1:35 am | October 12, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী: শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন। এর মাধ্যমে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় দুর্গবিাড়ী রোডে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এ শোভাযাত্রায় যোগ দেন মন্দিরগুলোর পূণ্যার্থীরা। শোভাযাত্রাগুলো নগরীর কাচারী সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়।
এবছর ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ময়মনসিংহ জেলায় ৭০৬টি, নেত্রকোনা জেলায় ৪৪৩, জামালপুর জেলায় ১৯০, শেরপুর জেলায় ১৪২টি মন্ডপ এবং ভ্রাম্মমানসহ মোট ১ হাজার ৮৫৪টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. প্রণব সাহা, সাধারণ সম্পাদক এড. রাখাল চন্দ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রদীপ ভৌমিক প্রমুখ।
এর আগে সকালে বিজয়া দশমীর অঞ্জলি প্রদানের মাধ্যমে এ বছরের মতো শেষ হয় দেবীর আরাধনা। বিহিত পূজা শেষ করে দেওয়া হয় দর্পণ বিসর্জন। মন্ডপে মন্ডপে রঙের খেলায় চলে শেষ মুহূর্তের উদযাপন।