আবারও হৃতিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
আপডেটঃ 12:43 am | October 28, 2016

বিনোদন: যা মনে হয় তা জনসমক্ষে বলতে মোটেও দ্বিধাবোধ করেন না কঙ্গনা রানাউত। তার সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে গোটা বলিউড তোলপাড় হয়েছিল। ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সামাল দিতে তাদের মা-বাবাকেও তর্কের মাঠে নামতে হয়। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আবার হৃতিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কঙ্গনা। একটি টক শো-তে গিয়ে তিনি বলেন, স্টার কিডের তকমা আছে বলেই হৃতিক নাম করতে পেরেছেন, না হলে তাকে খুঁজেই পাওয়া যেত না। পাশাপাশি তিনি এটাও ইঙ্গিত দেন, স্টার কিডের তকমা না থাকলেও তিনি যথেষ্ট সফল। তার এই মন্তব্য আরও একবার বিতর্ক উস্কে দিল। এদিকে সামনেই তার অভিনীত বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’ মুক্তি পাবে। অনেকে বলছেন, সেই ছবির নায়িকা হিসেবে তার প্রতি দর্শকদের মনোযোগী করতেই নিজেকে আলোচনায় আনার জন্য হৃতিককে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।