রণবীরের স্ত্রী হয়ে আসছেন অদিতি
আপডেটঃ 12:50 am | October 28, 2016

বিনোদন: রণবীরের স্ত্রী হয়ে আসছেন অদিতি। ‘পদ্মাবতী’ ছবিতে একসঙ্গে তাদের দুজনকে দেখা যাবে। এ ছবিতে রণবীর অভিনয় করবেন আলাউদ্দিন খিলজির চরিত্রে। আর তার প্রিয় স্ত্রী কমলা দেবীর চরিত্রে অভিনয় করবেন অদিতি। তাই ছবিতে তাদের প্রেমটাই জমবে বেশ। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ‘পদ্মবতী’ ছবির রণবীরের অংশের শুটিং। এরই মধ্যে ছবিটির চিত্রায়ণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী বছর ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এদিকে ‘পদ্মাবতী’ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। দীপিকার স্বামী হিসেবে দেখা যাবে শহীদ কাপুরকে। সঞ্জয়লীলা বানসালির পরপর দুই ছবিতে রোমান্টিক জুটি ছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গুঞ্জন উঠেছিল, বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তেও ঘটবে এর পুনরাবৃত্তি। কিন্তু সে খবর ফিকে হয়ে যাচ্ছে।