এবার বিজ্ঞাপনের মডেল ইভান-জুঁই
আপডেটঃ 7:58 pm | November 04, 2016

বিনোদন: এবার বিজ্ঞাপনের মডেল হলেন আরজে, উপস্থাপক ও অভিনেতা ইভান সাইর। আইটেল মোবাইল ফোনের এই বিজ্ঞাপনে তার সঙ্গে দেখা যাবে মডেল জুঁইকে। এটি নির্মাণ করেছেন আওলাদ রিন্টো।
প্রথমবার বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে ইভান বলেন, ‘অনেকদিনের ইচ্ছে ছিল বিজ্ঞাপনে কাজ করার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। গ্রামীণ পটভূমিতে এক দম্পতির সুন্দর সব খুনসুটির মধ্য দিয়ে এগিয়ে গেছে বিজ্ঞাপনটির গল্প। আশা করছি সবার ভালো লাগবে।’
নতুন কাজ নিয়ে জুঁই বলেন, ‘দারুণ লোকেশনে আমাদের শ্যুটিং হয়েছে। অনেক মজা করে কাজটি করেছি।’ আইটেল মোবাইল ফোনের এই বিজ্ঞাপনটির সঙ্গীতায়োজন করেছে চিরকুট।
আসছে ৭ নভেম্বর রাজধানীর একটি রেষ্টুরেন্টে জাকজমক অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হবে বিজ্ঞাপনটির।