সকল স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মোছার নির্দেশ
আপডেটঃ 3:06 pm | December 06, 2016

স্টাফ রিপোর্টার : শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে করা একটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) এ আদেশ দেন।
৬০ দিনের মধ্যে এ আদেশ পালন করে স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। আগামী বছরের ০১ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।