প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে
আপডেটঃ 8:19 pm | December 10, 2016

স্টাফ রিপোর্টার : আসছে বছরের ফেব্রুয়ারিতে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে সফরে যাচ্ছেন তিনি।
শনিবার ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর গণভবনে সাক্ষাৎ করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।
এর আগে চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিত করে দেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।