মহান বিজয় দিবসে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সম্বর্ধনা ময়মনসিংহ জেলা পুলিশের
আপডেটঃ 4:02 pm | December 17, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী ময়মনসিংহ : মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার অধিবাসি পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের ৬০ জনকে সম্বর্ধনা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
শুক্রবার (১৬ ডিসেম্ভর) বিকেলে পুলিশ লাইন্স হল রুমে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মাননা দেন।
জেলা পুলিশ সুপর সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুঞা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড মো: আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রেঞ্জের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলমসহ পুলিশের অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলিশ লাইন্স মসজিদের পেশ ইমাম মাওলানা মো: হাবিবুল্লাহ খান এবং গিতাপাঠ করেন মহানগর পুজা উদযাপন পরিষদের আহবায়ক প্রদীপ ভৌমিক।